হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১১৬৬

পরিচ্ছেদঃ

১১৬৬। যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত কায়েম হয়ে গেল।

হাদীসটি দুর্বল।

হাফিয ইরাকী “তাখরীজু ইহইয়া” গ্রন্থে (৪/৫৬) বলেনঃ হাদীসটি ইবনু আবিদ দুনিয়া “কিতাবুল মাওতি” গ্রন্থে আনাস হতে দুর্বল সনদে বর্ণনা করেছেন। আর তার হাদীস হতে আসকারী ও দায়লামী বর্ণনা করেছেন যেমনটি নিম্নের ভাষায় "মাকাসিদুল হাসানাহ" গ্রন্থে (পৃঃ ৭৫, ৪২৮) বর্ণিত হয়েছেঃ

إذا مات أحدكم فقد قامت قيامته

তোমাদের কেউ যখন মারা যাবে তখন তার কিয়ামত কায়েম হয়ে যাবে।

من مات فقد قامت قيامته ضعيف - قال الحافظ العراقي في " تخريج الإحياء " (4/56 - طبع الحلبي) " رواه ابن أبي الدنيا في " كتاب الموت " من حديث أنس بسند ضعيف " ومن حديثه رواه العسكري والديلمي كما في " المقاصد الحسنة " (ص 75 و ) بلفظ: " إذا مات أحدكم فقد قامت قيامته " وسكت عليه


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ