হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১৫৫০
পরিচ্ছেদঃ ৬. আল্লাহ্র যিকর ও দু'আ
১৫৫০। এ কিতাবে আবূ হুরাইরাহ (রাঃ) হতে মারফূ’ সূত্রে (অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ দু’আর থেকে আল্লাহর কাছে আর কোন বস্তু (ইবাদত) অধিক মর্যাদাসম্পন্ন নয়।[1]
[1] তিরমিযী ৩৩৭০, ইবনু মাজাহ ৩৮২৯।
وَلَهُ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ: «لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ مِنَ الدُّعَاءِ». وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ, وَالْحَاكِمُ - حسن. رواه الترمذي (3370)، وابن حبان (870) والحاكم (1/ 490)