হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১২৮৬

পরিচ্ছেদঃ বন্দী হওয়ার পূর্বেই শত্রুপক্ষের কেউ ইসলাম গ্ৰহণ করলে তার সম্পদ সুরক্ষিত

১২৮৬। সাখর ইবনু আইলাহ (রাঃ) হতে বর্ণিত; নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: কোন ক্বাওম যখন ইসলাম ক্ববুল করে তখন তারা তাদের রক্ত ও সম্পদকে নিরাপদ করে নেয়। -হাদীসের রাবীগণ মজবুত।[1]

وَعَنْ صَخْرِ بْنِ الْعَيْلَةِ - رضي الله عنه: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «إِنَّ الْقَوْمَ إِذَا أَسْلَمُوا؛ أَحْرَزُوا دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ». أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَرِجَالُهُ مُوَثَّقُونَ - حسن. رواه أبو داود (3067) وهو وإن كان ضعيف السند؛ إلا أن في الباب ما يشهد له


Sakhr bin Al-'Ailah (RAA) narrated that The Messenger of Allah (ﷺ) said:
“If the people (polytheists) accept Islam they will protect their blood and property? Related by Abu Dawud.


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ সাখর ইবনু আইলাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ