হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১০৫৯

পরিচ্ছেদঃ ৫. স্ত্রীদের হক বণ্টন - কোন স্ত্রী তার সতীনকে তার পালা দান করতে পারে

১০৫৯। ’আয়িশা (রাঃ) হতে বৰ্ণিত। তিনি বলেন, সওদা বিনতে যাম’আহ (রাঃ) তাঁর পালার রাত ’আয়িশা (রাঃ)-কে দান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’আয়িশা (রাঃ)-এর জন্য দু’দিন বরাদ্দ করেন- ’আয়িশা (রাঃ)’র দিন এবং সওদা (রাঃ)-’র দিন।[1]

وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا لِعَائِشَةَ, وَكَانَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - يَقْسِمُ لِعَائِشَةَ يَوْمَهَا وَيَوْمَ سَوْدَةَ. مُتَّفَقٌ عَلَيْهِ - صحيح. رواه البخاري (5212)، ومسلم (1463) واللفظ للبخاري


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ