হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৮৫৮

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়

২৮৫৮-[২৫] উক্ত রাবী [জাবির (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের অতিরিক্ত পানি কাউকে দান করে, এর বিনিময় গ্রহণ করতে নিষেধ করেছেন। (মুসলিম)[1]

بَابُ الْمَنْهِىِّ عَنْهَا مِنَ الْبُيُوْعِ

وَعنهُ قَالَ: نهى رَسُول الله عَن بيع فضل المَاء. رَوَاهُ مُسلم

ব্যাখ্যা: উপরোক্ত দু’টি হাদীস থেকে জানা যায় যে, কোনো ব্যক্তির যদি প্রয়োজনের অতিরিক্ত পানি থাকে আর কেউ যদি উক্ত পানি নিজে এবং তার চতুস্পদ প্রাণীগুলোকে পান করানোর ইচ্ছা ব্যক্ত করে তবে তাকে পানি পান থেকে বাধা প্রদান করা নাজায়িয। কিন্তু সে যদি ক্ষেত-খামার বা খেজুর বাগানে পানি সেচ করতে চায় তবে মালিক পানির বিনিময়ে মূল্য গ্রহণ করলে তা বৈধ হবে। (মিরকাতুল মাফাতীহ ৬/৭৮,৭৯ পৃঃ)