হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৮০৯
পরিচ্ছেদঃ তওবার বিবরণ
(৩৮০৯) আবূ মূসা আশআরী (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা নিজ হাত রাতে প্রসারিত করেন; যেন দিনে পাপকারী (রাতে) তওবা করে। এবং দিনে তাঁর হাত প্রসারিত করেন; যেন রাতে পাপকারী (দিনে) তওবাহ করে। যে পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হবে, সে পর্যন্ত এই রীতি চালু থাকবে।
(মুসলিম ৭১৬৫)
وعَنْ أَبِي موسَى عَبْدِ اللهِ بنِ قَيسٍ الْأَشْعريِّ عَنِ النَّبيّ ﷺ قَالَ إِنَّ الله تَعَالٰـى يَبْسُطُ يَدَهُ بِالْلَيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ ويَبْسُطُ يَدَهُ بالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيلِ حَتّٰـى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِها رواه مسلم