হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৭২১

পরিচ্ছেদঃ কতিপয় যিকরের বিশেষ মাহাত্ম্য

(৩৭২১) আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভান্ডারের কথা বলে দেব না কি?’’ আমি বললাম, ’অবশ্যই বলে দিন, হে আল্লাহর রসূল!’ তিনি বললেন, ’’তা হল, ’লা হাওলা অলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ।

وَعَنْ أَبي مُوسٰى قَالَ : قَالَ لِيْ رَسُوْلُ اللهِ ﷺ أَلاَ أَدُلُّكَ عَلٰى كَنْزٍ مِنْ كُنُوزِ الجَنَّةِ ؟ فَقُلتُ : بَلَى يَا رَسُوْلَ اللهِ قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ متفق عَلَيْهِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ