হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৭০৭
পরিচ্ছেদঃ কতিপয় যিকরের বিশেষ মাহাত্ম্য
(৩৭০৭) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পশুরক্ষক আবী সালমা (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাঃ! বাঃ! পাঁচটি জিনিস মীযানে কতই না ভারী! ’লা ইলাহা ইল্লাল্লাহ’, ’আল্লাহু আকবার’, ’সুবহানাল্লাহ’ ও ’আলহামদু লিল্লাহ’। আর নেক সন্তান, যে মারা গেলে মুসলিম (মা-বাপ) তাতে সওয়াব কামনা করে।
(নাসাঈর কুবরা ৯৯৯৫, ত্বাবারানী ১৮৩১০, ইবনে হিব্বান ৮৩৩, হাকেম ১৮৮৫, সঃ তারগীব ১৫৫৭, ২০০৯)
عَنْ أَبِيْ سَلْمَى رَاعِي رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُولُ:بَخٍ بَخٍ لِخَمْسٍ مَا أَثْقَلَهُنَّ فِي الْمِيزَانِ، لَا إِلٰهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ للهِ، وَالْوَلَدُ الصَّالِحُ يُتَوَفَّى لِلْمَرْءِ الْمُسْلِمِ فَيَحْتَسِبُهُ