পরিচ্ছেদঃ আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সাথে ভালবাসা রাখার মাহাত্ম্য এবং তার প্রতি উৎসাহ প্রদান ও যে ব্যক্তি অন্য কাউকে ভালবাসে তাকে সে ব্যাপারে অবহিত করা ও কী বলে অবহিত করবে তার বিবরণ
(৩৫৭৬) আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট (বসে) ছিল। অতঃপর এক ব্যক্তি তাঁর পাশ দিয়ে অতিক্রম করল। (যে বসেছিল) সে বলল, ’হে আল্লাহর রসূল! নিঃসন্দেহে আমি একে ভালবাসি।’ (এ কথা শুনে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি (এ কথা) তাকে জানিয়েছ? সে বলল, ’না।’ তিনি বললেন, তাকে জানিয়ে দাও। সুতরাং সে (দ্রুত) তার পিছনে গিয়ে (তাকে) বলল, ’আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে ভালবাসি।’ সে বলল, ’যাঁর ওয়াস্তে তুমি আমাকে ভালবাসো, তিনি তোমাকে ভালবাসুন।’
وَعَنْ أَنَسٍ أَنَّ رَجُلًا كَانَ عِنْدَ النَّبيِّ ﷺ فَمَرَّ رَجُلٌ بِهِ فَقَالَ : يَا رَسُوْلَ الله اِنِّـيْ لَأُحِبُّ هٰذَا فَقَالَ لَهُ النَّبيّ ﷺ أأعْلَمْتَهُ ؟ قَالَ : لاَ قَالَ أعْلِمْهُ فَلَحِقَهُ فَقَالَ : إنِّي أُحِبُّكَ في الله فَقَالَ : أَحَبَّكَ الَّذِي أحْبَبْتَنِي لَهُ رواه أَبُو داود بإسناد صحيح