হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৫০৮

পরিচ্ছেদঃ সচ্চরিত্রতার মাহাত্ম্য

(৩৫০৮) আব্দুল্লাহ বিন আমর (রাঃ) বলেন, একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হল, ’সবচেয়ে শ্রেষ্ঠ লোক কে?’ উত্তরে তিনি বললেন, ’’সবচেয়ে শ্রেষ্ঠ লোক হল সেই, যার হৃদয় হল পরিষ্কার এবং জিভ হল সত্যবাদী। জিজ্ঞাসা করা হল, ’পরিষ্কার হৃদয়ের অর্থ কী?’ বললেন, যে হৃদয় সংযমশীল, নির্মল, যাতে কোন পাপ নেই, অন্যায় নেই, ঈর্ষা ও হিংসা নেই।’’ জিজ্ঞাসা করা হল, ’তারপর কে?’ বললেন, যে দুনিয়াকে ঘৃণা করে এবং আখেরাতকে ভালোবাসে।’’ জিজ্ঞাসা করা হল, ’তারপর কে?’ বললেন, ’’সুন্দর চরিত্রের মুমিন।

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ قِيلَ لِرَسُولِ اللهِ ﷺ أَيُّ النَّاسِ أَفْضَلُ؟ قَالَ كُلُّ مَـخْمُوْمِ الْقَلْبِ صَدُوْقِ اللِّسَانِ قَالُوا صَدُوْقُ اللِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَـخْمُومُ الْقَلْبِ قَالَ هُوَ التَّقِيُّ النَّقِيُّ لَا إِثْمَ فِيهِ وَلَا بَغْيَ وَلَا غِلَّ وَلَا حَسَدَ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ