হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৪৯৯
পরিচ্ছেদঃ সচ্চরিত্রতার মাহাত্ম্য
(৩৪৯৯) আবূ দারদা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন (নেকী) ওজন করার দাঁড়ি-পাল্লায় সচ্চরিত্রতার চেয়ে কোন বস্তুই অধিক ভারী হবে না। আর আল্লাহ তাআলা অশ্লীল ও চোয়াড়কে অপছন্দ করেন।
(তিরমিযী ২০০৩, ইবনে হিব্বান ৫৬৬৪, আবু দাঊদ ৪৭৯৯, সিলসিলাহ সহীহাহ ৮৭৬)
وَعَن أَبي الدَّردَاءِ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ مَا مِنْ شَيْءٍ أثْقَلُ فِي مِيزَانِ العَبدِ المُؤْمِنِ يَوْمَ القِيَامَةِ مِنْ حُسْنِ الخُلُقِ، وَإنَّ الله يُبْغِضُ الفَاحِشَ البَذِيَّ رواه الترمذي، وقال حديث حسن صحيح