হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৩০৭
পরিচ্ছেদঃ সফর থেকে বাড়ি ফিরার সময় এবং নিজ গ্রাম বা শহর দেখার সময় দু'আ
(৩৩০৭) উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ হাঁচবে, তখন সে যেন বলে, ’আলহামদু লিল্লাহ।’ (তা শুনে) তার ভাই বা সাথীর বলা উচিত, ’য়্যারহামুকাল্লাহ।’ সুতরাং যখন জবাবে ’য়্যারহামুকাল্লাহ’ বলবে, তখন যে (হাঁচি দিয়েছে) সে বলবে, ’য়্যাহদীকুমুল্লাহু অ য়্যুসলিহু বালাকুম।’ (অর্থাৎ, আল্লাহ তোমাদেরকে সুপথ দেখান ও তোমাদের অন্তর সংশোধন করে দেন।)
(বুখারী ৬২২৪)
وَعَنهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا عَطَسَ أحَدُكُمْ فَلْيَقُلْ : اَلحَمْدُ للهِ وَلْيَقُلْ لَهُ أخُوهُ أَوْ صَاحِبُهُ: يَرْحَمُكَ الله فَإِذَا قَالَ لَهُ: يَرْحَمُكَ اللهُ، فَليَقُلْ: يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ رواه البخاري