হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩২৭৪
পরিচ্ছেদঃ (সাক্ষাৎকালীন আদব)
(৩২৭৪) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী (রাযিয়াল্লাহু আনহুমা) কে চুম্বন দিলেন। (তা দেখে) আক্বরা’ ইবনে হাবেস বলে উঠল, ’আমার তো দশটি সন্তান আছে, তাদের মধ্যে কাউকে আমি চুমা দিইনি।’ (তা শুনে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দয়া করে না, তার প্রতি দয়া করা হয় না।
(বুখারী ৫৯৯৭, মুসলিম ৬১৭০)
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ : قَبَّلَ النَّبِيُّ ﷺ الحَسَنَ بنَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنهُمَا فَقَالَ الأقْرَعُ بنُ حَابِسٍ : إنَّ لِي عَشْرَةً مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدَاً فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ لاَ يَرْحَمْ لاَ يُرْحَمْ متفقٌ عَلَيْهِ