হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩২৬৯
পরিচ্ছেদঃ (সাক্ষাৎকালীন আদব)
(৩২৬৯)বারা’ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দু’জন মুসলিম সাক্ষাৎকালে মুসাফাহা করলেই একে অপর থেকে পৃথক হবার পূর্বেই তাদের (গুনাহ) মাফ করে দেওয়া হয়।
(আহমাদ ১৮৫৪৭, আবূ দাউদ ৫২১৪, তিরমিযী ২৭২৭, সিলসিলাতুল সহীহা ৫২৫)
وَعَنْ البَرَاءِ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَا مِنْ مُسْلِمَينِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا رواه أَبُو داود