হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩২৫১

পরিচ্ছেদঃ সালাম দেওয়ার পদ্ধতি

(৩২৫১) আবূ জুরাই হুজাইমী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে বললাম, ’আলাইকাস সালাম’ ইয়া রাসূলুল্লাহ! তিনি বললেন, ’’আলাইকাস সালাম’ বলো না। কেননা, ’আলাইকাস সালাম’ হচ্ছে মৃত ব্যক্তিদেরকে জানানো অভিবাদন বাক্য।

وَعَنْ أَبي جُرَيٍّ الهُجَيْمِيِّ قَالَ : أتيتُ رَسُول اللهِ ﷺ فَقُلتُ : عَلَيْكَ السَّلامُ يَا رَسُوْلَ اللهِ! قَالَ لاَ تَقُلْ عَلَيْكَ السَّلامُ ؛ فَإِنَّ عَلَيْكَ السَّلاَمُ تَحِيَّةُ المَوتَى رواه أَبُو داود والترمذي وقال حديث حسن صحيح وَقَدْ سَبَقَ بِطُولِهِ


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ