হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩২৪৮
পরিচ্ছেদঃ সালাম দেওয়ার পদ্ধতি
(৩২৪৮) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এই জিবরীল (আঃ) তোমাকে সালাম পেশ করছেন। তিনি বলেন, আমিও উত্তরে বললাম, ’অআলাইহিস সালামু অরহমাতুল্লাহি অবারাকাতুহ।’ (বুখারী ৩২১৭, ৬২৫৩, মুসলিম ৬৪৫৪-৬৪৫৭)
এই গ্রন্থদ্বয়ের কোন কোন বর্ণনায় ‘অবারাকাতুহ’ শব্দ এসেছে, আবার কোন কোন বর্ণনায় তা আসেনি। তবুও নির্ভরযোগ্য বর্ণনাকারীর অতিরিক্ত বর্ণনা গ্রহণীয়।
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا قَالَتْ : قَالَ لِي رَسُوْلُ اللهِ ﷺ هَذَا جِبْريلُ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ قَالَتْ : قُلْتُ : وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ متفقٌ عَلَيْهِ