হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩২১৭

পরিচ্ছেদঃ মানুষ বা অন্য কিছু থেকে ভয় পেলে কী দু‘আ পড়বে?

(৩২১৭) আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন শত্রুদলকে ভয় করতেন তখন এই দু’আ পড়তেন, ’আল্লাহুম্মা ইন্না নাজআ’লুকা ফী নুহূরিহিম অনাঊযু বিকা মিন শুরূরিহিম।’ অর্থাৎ, হে আল্লাহ! আমরা তোমাকে ওদের মুখোমুখি করছি এবং ওদের অনিষ্টকারিতা থেকে তোমার নিকট পানাহ চাচ্ছি।

عَنْ أَبِي مُوسَى الأَشعَرِيِّ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ كَانَ إِذَا خَافَ قَوْماً، قَالَ اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ رواه أَبُو داود والنسائي بإسنادٍ صحيحٍ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ