হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩২১৬
পরিচ্ছেদঃ সফরে দু‘আ করা মুস্তাহাব
(৩২১৬) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন জনের দু’আ সন্দেহাতীতভাবে গৃহীত হয়ঃ (১) নির্যাতিত ব্যক্তির দু’আ, (২) মুসাফিরের দু’আ এবং (৩) ছেলের জন্য মাতা-পিতার বদ্দুআ।
আবূ দাউদের বর্ণনায় ’ছেলের জন্য’ শব্দগুলি নেই। (অর্থাৎ, তাতে আছে, পিতা-মাতার দু’আ।)
(আবূ দাউদ ১৫৩৮, তিরমিযী ১৯০৫, হাসান)
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ ثَلاَثُ دَعَوَاتٍ مُسْتَجَابَات لاَ شَكَّ فِيهِنَّ : دَعْوَةُ المَظْلُومِ وَدَعْوَةُ المُسَافِرِ وَدَعْوَةُ الوَالِدِ عَلَى وَلَدِهِ رواه أَبُو داود والترمذي وَقَالَ حديث حسن وليس في رواية أَبي داود عَلَى وَلَدِهِ