হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩১৪৫

পরিচ্ছেদঃ পান-পাত্রের বিবরণ

(৩১৪৫) জাবের (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন কখনই সেই ভোজ-মজলিসে না বসে যাতে মদ্য পরিবেশিত হয়।

وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْه عَن النَّبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ’’ وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلاَ يجلس عَلَى مائدةٍ يُدارُ عَلَيْهَا الْخمر


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ