হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩১৩৬
পরিচ্ছেদঃ দাঁড়িয়ে পান করা
(৩১৩৬) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে দাঁড়িয়ে পান করছে। তিনি তাঁকে বললেন, ’’বমি ক’রে ফেলো।’’ সে বলল, ’কেন?’ তিনি বললেন, তুমি কি এতে খুশী হবে যে, তোমার সাথে বিড়ালও পান করুক?’’ সে বলল, ’না।’ তিনি বললেন, ’’কিন্তু তোমার সাথে এমন কেউ পান করেছে, যে বিড়াল থেকেও নিকৃষ্ট, শয়তান।
(আহমাদ ৮০০৩, সিঃ সহীহাহ ১৭৫)
عَنْ أَبـِيْ هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ ﷺ أَنَّهُ رَأَى رَجُلًا يَشْرَبُ قَائِمًا فَقَالَ لَهُ قِه قَالَ: لِمَهْ؟ قَالَ أَيَسُرُّكَ أَنْ يَشْرَبَ مَعَكَ الْهِرُّ؟ قَالَ: لَا، قَالَ فَإِنَّهُ قَدْ شَرِبَ مَعَكَ مَنْ هُوَ شَرٌّ مِنْهُ الشَّيْطَانُ