হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩০৬৪
পরিচ্ছেদঃ নেকী ও সংযমশীলতার কাজে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব
(৩০৬৪) ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, রওহা নামক স্থানে এক কাফেলার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ হল। তিনি বললেন, তোমরা কারা? তারা বলল, ’(আমরা) মুসলিম।’ অতঃপর তারা বলল, ’আপনি কে?’ তিনি বললেন, (আমি) আল্লাহর রসূল। অতঃপর একজন মহিলা তার এক বাচ্চাকে তাঁর দিকে তুলে বলল, ’এর কি হজ্জ আছে?’ তিনি বললেন, হ্যাঁ, আর তুমিও নেকী পাবে।
(মুসলিম ৩৩১৭-৩৩১৯)
وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنهُمَا : أنَّ رَسُوْلَ الله ﷺ لَقِيَ رَكْباً بالرَّوْحَاءِ، فَقَالَ مَنِ القَوْمُ قَالَوا : اَلْمُسلِمُونَ فَقَالَوا : مَن أنتَ ؟ قَالَ رَسُوْلُ الله فَرَفَعَت إِلَيْهِ امرأةٌ صَبياً فَقَالَتْ: ألِهٰذَا حَجٌّ ؟ قَالَ نَعَمْ وَلَكِ أجْرٌ رواه مسلم