হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৯০৭
পরিচ্ছেদঃ মক্কার মাহাত্ম্য
(২৯০৭) ইবনে আব্বাস (রাঃ) প্রমুখাৎ বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে সম্বোধন করে বলেছেন, তুমি কতই না সুন্দর শহর! তুমি আমার নিকট কতই না প্রিয়! আমার কওম যদি তোমার মধ্য থেকে আমাকে বাহির না করে দিত, তাহলে তোমার মধ্য ছাড়া আমি অন্য কোথাও বাস করতাম না।
(তিরমিযী ৩৯২৬, ত্বাবারানী ১০৪৭৭, ইবনে হিব্বান ৩৭০৯, মিশকাত ২৭২৪)
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ لِمَكَّةَ مَا أَطْيَبَكِ وَأَحَبَّكِ إِلَيَّ، وَلَوْلا أَنَّ قَوْمَكِ أَخْرَجُونِي مِنْكِ مَا سَكَنْتُ غَيْرَكِ