হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৮৪৫
পরিচ্ছেদঃ উসমান (রাঃ) এর মাহাত্ম্য
(২৮৪৫) আব্দুর রহমান বিন সামুরাহ (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি উক্ত সঙ্কটময় যুদ্ধের সৈন্য প্রস্তুত করার সময় জামার আস্তিনে এক হাজার দীনার এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোলে ছড়িয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকে উলট-পালট করতে করতে ২ বার বললেন, আজকের পরে উসমান যা করবে, তাতে তার কোন ক্ষতি হবে না। আজকের পরে উসমান যা করবে, তাতে তার কোন ক্ষতি হবে না।
(আহমাদ ২০৬৩০, তিরমিযী ৩৭০১, হাকেম ৪৫৫৩)
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ قَالَ جَاءَ عُثْمَانُ بْنُ عَفَّانَ إِلَـى النَّبِيِّ ﷺ بِأَلْفِ دِينَارٍ فِي ثَوْبِهِ حِينَ جَهَّزَ النَّبِيُّ ﷺ جَيْشَ الْعُسْرَةِ قَالَ فَصَبَّهَا فِي حِجْرِ النَّبِيِّ ﷺ فَجَعَلَ النَّبِيُّ ﷺ يُقَلِّبُهَا بِيَدِهِ وَيَقُوْلُ مَا ضَرَّ ابْنُ عَفَّانَ مَا عَمِلَ بَعْدَ الْيَوْمِ يُرَدِّدُهَا مِرَارًا