হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৪৯৮
পরিচ্ছেদঃ ক্রয়-বিক্রয় সম্পর্কিত কিছু বিধি-নিষেধ
(২৪৯৮) ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদা উম্মুল মুমিনীন মাইমূনাহ (রাঃ) এর স্বাধীন করা দাসীকে একটি বকরী দান করা হলে সেটা পরবর্তীতে মারা যায়। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে অতিক্রম করার সময় বললেন, তোমরা এর চামড়া ছাড়িয়ে নিয়ে উপকৃত হলে না? বলা হল, এটা তো মৃত। তিনি বললেন, একে ভক্ষণ করাই কেবল হারাম করা হয়েছে।
[লক্ষণীয় যে, মরা পশুর চামড়া বিক্রয় করে খাওয়া হারাম।]
-
(বুখারী ১৪৯২, ২২২১, ৫৫৩১, মুসলিম ৮৩২)
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ تُصُدِّقَ عَلٰى مَوْلاَةٍ لِمَيْمُونَةَ بِشَاةٍ فَمَاتَتْ فَمَرَّ بِهَا رَسُوْلُ اللهِ ﷺ فَقَالَ هَلاَّ أَخَذْتُمْ إِهَابَهَا فَدَبَغْتُمُوهُ فَانْتَفَعْتُمْ بِهِ فَقَالُوا إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ إِنَّمَا حَرُمَ أَكْلُهَا