হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৪৪৯

পরিচ্ছেদঃ ঋণ দেওয়া, পরিশোধ নেওয়া, পাওনাদারের পাওনা আদায়

(২৪৪৯) আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলে মসজিদে নববীতে একদা কা’ব বিন মালিক, ইবনে আবী হাদরাদকে দেওয়া স্বীয় প্রাপ্য ঋণ পরিশোধ করার জন্য তাকীদ করছিলেন। এ ব্যাপারে তাঁদের উভয়ের গলার আওয়াজ উঁচু হলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাসা থেকে শুনতে পেলেন। তিনি বাইরে বের হয়ে এলেন এবং হুজরার পর্দা সরিয়ে ডাক দিলেন, ওহে কা’ব! কা’ব বললেন, ’হাজির, হাজির, হে আল্লাহর রসূল!’ অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় তাঁর অর্ধেক ঋণ মকুব করে দিতে বললেন। কা’ব বললেন, ’হে আল্লাহর রসূল! আমি তাই করলাম।’ তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণী ইবনে আবী হাদরাদকে বললেন, ওঠ (যাও), বাকী ঋণ পরিশোধ করে দাও।

عن كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِى حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِى عَهْدِ رَسُولِ اللهِ ﷺ فِى الْمَسْجِدِ فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتّٰـى سَمِعَهَا رَسُوْلُ اللهِ ﷺ وَهُوَ فِى بَيْتِهِ فَخَرَجَ إِلَيْهِمَا رَسُوْلُ اللهِ ﷺ حَتّٰـى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ وَنَادَى كَعْبَ بْنَ مَالِكٍ فَقَالَ يَا كَعْبُ فَقَالَ لَبَّيْكَ يَا رَسُوْلَ اللهِ فَأَشَارَ إِلَيْهِ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ مِنْ دَيْنِكَ قَالَ كَعْبٌ قَدْ فَعَلْتُ يَا رَسُوْلَ اللهِ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ قُمْ فَاقْضِهِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ কা‘ব ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ