হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১১২১
পরিচ্ছেদঃ অর্ধ শা’বানের পর রমযানের এক-দু’দিন আগে থেকে সিয়াম রাখা নিষেধ। তবে সেই ব্যক্তির জন্য অনুমতি রয়েছে যার সিয়াম পূর্বের সিয়ামের সাথে মিলিত হয়ে অথবা সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখতে অভ্যস্ত হয়ে ঐ দিনে পড়ে
(১১২১) আবুল ইয়াক্বাযান আম্মার ইবনে ইয়াসির (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম রাখল, সে অবশ্যই আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাফরমানী করল।
(আবূ দাঊদ ২৩৩৬, তিরমিযী ৬৮৬, হাসান সহীহ)
وَعَنْ أَبي اليَقَظَانِ عَمَّارِ بن يَاسِرٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ ﷺ رواه أَبُو داود والترمذي وقالحديث حَسَنٌ صَحِيْحٌ