হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৯৯৫
পরিচ্ছেদঃ কুরআনের কিরআত ও পাঠের নিয়ম
৩৯৯৫। জাবির (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি এই আয়াত এভাবে পড়তেঃ (يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ)।[1]
সনদ দুর্বল।
[1]. হাকিম। ইমাম হাকিম বলেনঃ সনদ সহীহ। ইমাম যাহাবী বলেনঃ সনদে আব্দুল মালিক যঈফ।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الذِّمَارِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ أَ (يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ) ضعيف الإسناد
Narrated Jabir ibn Abdullah:
I saw the Prophet (ﷺ) reading the verse; "does he think that his wealth would make him last for ever?"