হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৫৬১
পরিচ্ছেদঃ ১১/২৪. জানাযাহ দেখলে দাঁড়ানো।
৫৬১. ’আমির ইবনু রাবী’আহ (রাযি.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, তোমরা জানাযা দেখলে তা তোমাদের পিছনে ফেলে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবে।
সহীহুল বুখারী, পৰ্ব ২৩: জানাযা, অধ্যায় ৪৭, হাঃ ১৩০৭; মুসলিম, পর্ব ১১: জানাযা, অধ্যায় ২৪, হাঃ ৯৫৮
القيام للجنازة
حديث عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا حَتَّى تُخَلِّفَكُمْ