হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১০৪৩
পরিচ্ছেদঃ ২০৫. নফল সালাত বাড়ীতে আদায় করা
১০৪৩। ইবনু ’উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের সালাতের কিছু সালাত নিজ বাড়ীতে আদায় করো এবং বাড়ীগুলোকে কবরস্থানে পরিণত করো না।[1]
সহীহ : বুখারী ও মুসলিম।
[1] বুখারী (অধ্যায় : সালাত, অনুঃ ক্ববরস্থানে সালাত আদায় মাকরূহ, হাঃ ৪৩২), মুসলিম (অধ্যায় : মুসাফিরের সালাত, অনুঃ নফল সালাত বাড়িতে পড়া মুস্তাহাব) উভয়ে ইয়াহইয়া হতে।
باب صَلَاةِ الرَّجُلِ التَّطَوُّعَ فِي بَيْتِهِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلَاتِكُمْ وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا " . - صحيح : ق
Ibn ‘Umar reported the Messenger of Allah (ﷺ) as saying:
Offer some of your prayers in your houses, and do not make them graves.