হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১০০২
পরিচ্ছেদঃ ১৯১. সালাতের পরে তাকবীর বলা প্রসঙ্গে
১০০২। ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের সমাপ্তি জানা যেতো তাকবীর দ্বারা।[1]
সহীহ।
[1] বুখারী (অধ্যায় : আযান, অনুঃ সালাতের পর জিকির, হাঃ ৮৪২), মুসলিম (অধ্যায় : মাসাজিদ, অনুঃ সালাতের পর জিকির)।
باب التَّكْبِيرِ بَعْدَ الصَّلَاةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ يُعْلَمُ انْقِضَاءُ صَلَاةِ رَسُولِ اللهِ صلي الله عليه وسلم بِالتَّكْبِيرِ . - صحيح
Ibn ‘Abbas said:
The end of the prayer of the Messenger of Allah (ﷺ) was known by the takbir (pronounced aloud).