হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৬৫৩
পরিচ্ছেদঃ ৮৯. জুতা পরে সালাত আদায়
৬৫৩। ’আমর ইবনু শু’আইব (রাঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কখনো খালি পায়ে আবার কখনো জুতা পরে সালাত আদায় করতে দেখেছি।[1]
হাসান সহীহ।
[1] ইবনু মাজাহ (অধ্যায়ঃ সালাত ক্বায়িম, অনুঃ জুতা পরে সালাত আদায়, হাঃ ১০৩৮), আহমাদ (২/১৭৪) সকলে হুসাইন মুয়াল্লিম সূত্রে। আহমাদ শাকির বলেন, এর সনদ সহীহ। হায়যামী ‘মাজমাউয যাওয়ায়িদ’ গ্রন্থে (৩/১৫৯) বলেন, এটি নাসায়ী, আহমাদ ও ত্বাবারানী বর্ণনা করেছেন। আহমাদের রিজাল নির্ভরযোগ্য।
باب الصَّلَاةِ فِي النَّعْلِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ رَأَيْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُصَلِّي حَافِيًا وَمُنْتَعِلاً . - حسن صحيح
Narrated Abdullah ibn Amr ibn al-'As:
I saw the Messenger of Allah (ﷺ) praying both barefooted and wearing sandals.