হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৪১
পরিচ্ছেদঃ ১২৯. জুমু'আর সালাতের জন্য গোসল করা
৩৪১। আবূ সাঈদ আল খুদরী (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর জুমুআর দিন গোসল করা ওয়াজিব।[1]
সহীহ : বুখারী ও মুসলিম।
[1] বুখারী (অধ্যায়ঃ আযান, অনুঃ শিশুদের উযু করা এবং কখন তাদের উপর গোসল ও পবিত্রতা অর্জন আবশ্যক হয়, হাঃ ৮৫৮), মুসলিম (অধ্যায়ঃ জুমু‘আহ, অনুঃ প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পুরুষেল জুমু‘আহর দিনে গোসল করা ওয়াজিব) উভয়ে মালিক সূত্রে।
باب فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، عَنْ مَالِكٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ : " غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ " . - صحيح : ق
Abu Sa'id al-Khudri reported the Messenger of Allah (ﷺ) as saying:
Taking bath on Friday is necessary for every adult.