হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৩১৪

পরিচ্ছেদঃ ৩৮. দ্বিতীয় অনুচ্ছেদ - ইশরাক ও চাশ্‌তের সালাত

১৩১৪-[৬] এ হাদীসটি নু’আয়ম ইবনু হাম্মার আল গাত্বাফানী থেকে আবূ দাঊদ ও দারিমী বর্ণনা করেছেন। আর ইমাম আহমাদ বর্ণনা করেছেন তাদের নিকট থেকে।[1]

وَرَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ عَنْ نُعَيْمِ بْنِ همار الْغَطَفَانِي وَأحمد عَنْهُم

ব্যাখ্যা: অনুরূপ হাদীস আহমাদ (২য় খন্ডের ২৮৬, ২৮৭ পৃঃ) এবং বায়হাক্বীর (৩য় খন্ডের ৪৮ পৃঃ) নু‘আয়ম থেকে বর্ণিত রয়েছে এবং তিনি সাহাবী ছিলেন।

এখানে গাত্বাফানী বলতে গাত্বফান গোত্রকে বুঝানো হয়েছে।


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ