হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৮১

পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে তরবারি ব্যবহার করতেন, তাঁর নাম ছিল যুলফিকার বা যুলফাকার। এ ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরো কয়েকটি তরবারি ছিল। সেগুলো হলো,

১. আল মাসূর (উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত)।[1]

২. আল কাষীব (মারাত্মক ধারাল)।

৩. আল বাত্তার (সর্বাধিক কর্তনকারী)।

৪. আল লাহীফ (বেষ্টনকারী)।


৮১. আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরবারির বাটের অগ্রভাগ ছিল রৌপ্যের দ্বারা তৈরিকৃত।[2]

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ ، قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كَانَتْ قَبِيعَةُ سَيْفِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فِضَّةٍ " .


Hazrat Anas radiyallahu anhu reports that the handle of the sword of the Prophet of Allah sallallahu alaihe wasallam was made of silver.

উল্লেখিত তরবারীটি ছিল যুলফিকার। মক্কা বিজয়ের দিন এটা রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে ছিল।


Allamah Bayjuri writes, about the sword named 'Dhulfiqaar', "At the time of conquering Makkah, the Prophet of Allah sallallahu alaihe wasallam had this sword."