হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৫১৬
পরিচ্ছেদঃ ৯/১. ইসতিস্কা সালাতে দুআর সময় হস্তদ্বয় উত্তোলন।
৫১৬. আনাস ইবনু মালিক (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিস্কা ব্যতীত অন্য কোথাও দু’আর মধ্যে হাত উঠাতেন না। তিনি হাত এতটুকু উপরে উঠাতেন যে, তাঁর বগলের শুভ্রতা দেখা যেত।
সহীহুল বুখারী, পর্ব ১৫; পানি প্রার্থনা, অধ্যায় ২২, হাঃ ১০৩১; মুসলিম, পর্ব ৯ : পানি প্রার্থনার সালাত, অধ্যায় ১, হাঃ ৮৯৫
رفع اليدين بالدعاء في الاستسقاء
حديث أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنْ دُعَائِهِ إِلاَّ فِي الاِسْتِسْقَاءِ، وَإِنَّهُ يَرْفَعُ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ