হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৯১

পরিচ্ছেদঃ ৭/২. জুমুআহর দিন সুগন্ধি লাগানো ও মেসওয়াক করা।

৪৯১. তাঊস (রহ.) হতে বর্ণিত, তিনি ইবনু ’আব্বাস (রাযি.) হতে বর্ণনা করেন যে, তিনি যখন, জুমু’আহ’র দিন গোসল সম্বন্ধে নবী -এর বাণীর উল্লেখ করেন তখন আমি ইবনু ’আব্বাস (রাযি.)-কে জিজ্ঞেস করলাম, নবী যখন পরিবার পরিজনের সঙ্গে অবস্থান করতেন তখনও কি তিনি সুগন্ধি বা তেল ব্যবহার করতেন? তিনি বললেন, আমি তা জানি না। (বুখারী পর্ব ১১ঃ /৬ হাঃ ৮৮৫, মুসলিম ৭/১, হাঃ ৮৪৮)

الطيب والسواك يوم الجمعة

حديث ابْنِ عَبَّاسٍ عَنْ طَاوُسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ ذَكَرَ قَوْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ، فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ: أَيَمَسُّ طيبًا أَو دُهْنًا إِنْ كَانَ عِنْدَ أَهْلِهِ فَقَالَ: لاَ أَعْلَمُهُ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ তাঊস (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ