হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪৬৫
পরিচ্ছেদঃ ৬/৪৩. সূরাহ ফাতিহা ও সূরাহ আল-বাক্বারার শেষ অংশের মর্যাদা এবং সূরাহ আল বাক্বারার শেষ দু’ আয়াত পড়ার প্রতি উৎসাহ দান।
৪৬৫. বাদরী সাহাবী আবূ মাস’উদ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাহ্ বাকারাহর শেষে এমন দু’টি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দু’টি তিলাওয়াত করবে তার জন্য এ আয়াত দু’টোই যথেষ্ট। অর্থাৎ রাত্রে কুরআন মাজীদ তেলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরাহ্ বাকারার শেষ দু’টি আয়াত তেলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট।
সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগায, অধ্যায় ১২, হাঃ ৪০০৮; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৪৩, হাঃ ৮০৭
فضل الفاتحة وخواتيم سورة البقرة والحث على قراءة الآيتين من آخر البقرة
حديث أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ، مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ