হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৫১৩০

পরিচ্ছেদঃ ১৬. দু'চোখের মাঝখানে চুমা খাওয়া- সম্পর্কে।

৫১৩০. আবূ বকর ইবন আবূ শায়বা (রহঃ) .... শা’বী (রহঃ) থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা’ফর ইবন আবূ তালিব (রাঃ)-এর সাথে মিলিত হয়ে, তাঁর সাথে মু’আনাকা (আলিঙ্গন) করেন এবং তাঁর দু’চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেন।

باب فِي قُبْلَةِ مَا بَيْنَ الْعَيْنَيْنِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَجْلَحَ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَلَقَّى جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ فَالْتَزَمَهُ وَقَبَّلَ مَا بَيْنَ عَيْنَيْهِ ‏.‏


Narrated Ash-Sha'bi:

The Prophet (ﷺ) received Ja'far ibn AbuTalib, embraced him and kissed him between both of his eyes (forehead).


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ শা‘বী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ