পরিচ্ছেদঃ ৩২৭ : অশ্লীল ও অসভ্য ভাষা প্রয়োগ করা নিষেধ
২/১৭৪৪। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’যে বস্তুর মধ্যে অশ্লীলতা থাকবে, তা তাকে দূষিত করে ফেলবে, আর যে জিনিসের মধ্যে লজ্জা-শরম থাকবে, তা তাকে সৌন্দর্যমন্ডিত করে তুলবে।’’ (তিরমিযী হাসান] [1]
(327) بَابُ النَّهْيِ عَنِ الْفُحْشِ وَبَذَاءِ اللِّسَانِ
وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «مَا كَانَ الفُحْشُ فِي شَيْءٍ إِلاَّ شَانَهُ، وَمَا كَانَ الحَيَاءُ فِي شَيْءٍ إِلاَّ زَانَهُ» . رواه الترمذي، وقال :[ حديث حسن ]
(327) Chapter: Prohibition of Obscenity
Anas (May Allah be pleased with him) said:
The Messenger of Allah (ﷺ) said, "Indecency does not leave anything untainted and decency does not leave anything ungraced and embellished."
[At- Tirmidhi].
Commentary: This Hadith induces us to abandon indencency and adopt decency.