হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১১৪৫
পরিচ্ছেদঃ ২৫৫. ধনুকের উপর ভর করে খুতবা (ভাষণ) দেওয়া।
১১৪৫. আল-হাসান ইবনুল আলী (রাঃ) ..... ইয়াযীদ ইবনুল বারা (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ঈদের দিন উপহার হিসাবে ধনুক প্রদান করা হলে দিনি তার উপর ভর করে খুতবা (ভাষণ) দেন।
আবু দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। ইবনু আবু শায়বাহ (২/১৫৮), আবূশ শায়খ 'আখলাকুন্নাবী সাঃ (১৪৬), আহমাদ (৪/২৮২) দীর্ঘভাবে, ইবনু হাজার একে 'আত-তালখীস' গ্রন্থে উল্লেখ করেছেন (১৩৭০। এর সানাদে আবূ জানাব এর নাম হচ্ছে ইয়াহইয়া ইবনু আবূ হাইয়্যাহ। হাফিয বলেনঃ তার অধিক পরিমান তাদলীসের কারনে মুহাদ্দিসগণ তাকে দুর্বল বলেছেন। আলবানী একে উল্লেখ করেছেন যঈফাহ (২/৩৮০)।
باب يَخْطُبُ عَلَى قَوْسٍ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي جَنَابٍ، عَنْ يَزِيدَ بْنِ الْبَرَاءِ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نُوِّلَ يَوْمَ الْعِيدِ قَوْسًا فَخَطَبَ عَلَيْهِ .
Al-Bara' said:
Someone presented a bow to the Prophet (ﷺ) on the 'Id (festival). So he preached leaning on it.
হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ