পরিচ্ছেদঃ ২১৫: দাঁতন করার মাহাত্ম্য ও প্রকৃতিগত আচরণসমূহ
৭/১২১০। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “দাঁতন মুখ পবিত্র রাখার ও প্রভুর সন্তুষ্টি লাভের উপকরণ।” (নাসাঈ, ইবনে খুযাইমা তার সহীহ নামক গ্রন্থে বিশুদ্ধ সূত্রে উল্লেখ করেছেন।)[1]
(215) بَابُ فَضْلِ السِّوَاكِ وَخِصَالِ الْفِطْرَةِ
وَعَن عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ للرَّبِّ». رواه النسائي وابنُ خُزَيْمَةَ في صحيحهِ بأسانيدَ صحيحةٍ.
(215) Chapter: The Excellence of using Miswak (Tooth-Stick)
'Aishah (May Allah be pleased with her) reported:
The Prophet (ﷺ) said, "The Miswak (tooth-stick) cleanses and purifies the mouth and pleases the Rubb."
[An-Nasa'i and Ibn Khuzaimah].
Commentary: "Mataharah'' means a medium and means of purification. "Mitaharah" means an instrument/tool for purification. In other words, on the one side, Miswak is a means of cleaning and purifying the mouth, and on the other, a way to attain the Pleasure of Allah.