পরিচ্ছেদঃ ২১২: রাতে উঠে (তাহজ্জুদ) নামায পড়ার ফযীলত
৩/১১৬৯। আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ও ফাতেমার নিকট রাত্রি বেলায় আগমন করলেন এবং বললেন, “তোমরা স্বামী-স্ত্রী কি (তাহাজ্জুদের) নামায পড় না?” (বুখারী ও মুসলিম)[1]
(212) بَابُ فَضْلِ قِيَامِ اللَّيْل
وَعَنْ عَليٍّ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم طَرَقَهُ وَفَاطِمَةَ لَيْلاً، فَقَالَ: «أَلاَ تُصَلِّيَانِ ؟» متفقٌ عَلَيْهِ
(212) Chapter: Excellence of Standing in Prayer at Night
'Ali (May Allah be pleased with him) reported:
The Prophet (ﷺ) visited me and Fatimah (May Allah be pleased with her) one night and said, "Do you not observe prayer (at night)?"
[Al-Bukhari and Muslim].
Commentary: This Hadith tells us that one should also awaken others at night for prayer so that they also avail the benefits of performing prayer at this particular time.