হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১০০১

পরিচ্ছেদঃ ১৯৬. ইমামের সালামের জবাব দেওয়া।

১০০১. মুহাম্মাদ ইবন উছমান (রহঃ) ...... সামুরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালামের জবাব দেয়ার জন্য, পারষ্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপনের জন্য একে অন্যকে সালাম বিনিময়ের নির্দেশ দিয়েছেন। (ইবন মাজা)।

باب الرَّدِّ عَلَى الإِمَامِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ أَبُو الْجَمَاهِرِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، قَالَ أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نَرُدَّ عَلَى الإِمَامِ وَأَنْ نَتَحَابَّ وَأَنْ يُسَلِّمَ بَعْضُنَا عَلَى بَعْضٍ ‏.‏


Narrated Samurah ibn Jundub:

The Prophet (ﷺ) commanded us to respond to the salutation of the imam. and to love each other, and to salute each other.