হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৮৭৯

পরিচ্ছেদঃ যে সমস্ত শস্য দানা দ্বারা মদ তৈরি করা হয়।

১৮৭৯। হাসান ইবনু আলী আল খাল্লাল (রহঃ) ... ইসরাঈল (রহঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। আবূ হায়্যান আত-তায়মী এ হাদীসটিকে শা’বী-ইবনু উমার-উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, গম থেকে মদ হয় অনন্তর পুরো রিওয়ায়াত তিনি উল্লেখ করেন। সহীহ, ইবনু মাজাহ ৩৩৭৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৭৩ [আল মাদানী প্রকাশনী]

باب مَا جَاءَ فِي الْحُبُوبِ الَّتِي يُتَّخَذُ مِنْهَا الْخَمْرُ ‏

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، نَحْوَهُ ‏.‏ وَرَوَى أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، هَذَا الْحَدِيثَ عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ إِنَّ مِنَ الْحِنْطَةِ خَمْرًا فَذَكَرَ هَذَا الْحَدِيثَ ‏.‏


Narrated 'Umar:

"Indeed Khamr comes from wheat." And he mentioned this Hadith.