পরিচ্ছেদঃ ৪৯. হাত ধৌত করার পূর্বে তা (পানির) পাত্রে প্রবেশ কোরআন সম্পর্কে।
১০৪. মুসাদ্দাদ ..... আবূ হুরায়রা (রাঃ) থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপরোক্ত হাদীছের অনুরূপ বর্ণিত আছে তবে এই বর্ণনায় আরো আছে যে, উপরোক্ত কথা দুই অথবা তিনবার বলেছেন। এ সূত্রে আবূ রযীনের নাম উল্লেখ নাই।
باب فِي الرَّجُلِ يُدْخِلُ يَدَهُ فِي الإِنَاءِ قَبْلَ أَنْ يَغْسِلَهَا
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم - يَعْنِي بِهَذَا الْحَدِيثِ - قَالَ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا وَلَمْ يَذْكُرْ أَبَا رَزِينٍ . حكم : صحيح (الألباني
This Tradition has been reported by Abu Hurairah through another chain of transmitters. It adds :
“ twice or thrice.” This version does not mention Abu Razin.
Grade : Sahih (Al-Albani)