পরিচ্ছেদঃ জুমআর নামাযের আগে ও পরে নামায পড়া

৫১৫) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের নামাযের পূর্বে দু’রাকআত (সুন্নাত) নামায পড়তেন এবং পরে দু’রাকআত নামায পড়তেন। মাগরিবের নামাযের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় ঘরে দু’রাকআত নামায পড়তেন। তিনি জুমআর নামাযের পরে বাড়ীতে না ফিরে কোন নামায পড়তেন না। বাড়ীতে ফিরে তিনি দু’রাকআত নামায পড়তেন।

টিকাঃ কাবলাল জুমআ এবং বা’দাল জুমআ নামে নির্দিষ্ট সংখ্যার কোন নামাযের কথা সহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয়। জুমআ শুরু হওয়ার পূর্বে যত ইচ্ছা নফল পড়তে পারবে। তবে জুমআর নামাযের পর ঘরে ফিরে দু’রাকআত নামায আদায়ের কথা অত্র হাদীছে বর্ণিত হয়েছে। মসজিদে পড়তে চাইলে চার রাকআত পড়বে, যা অন্য বর্ণনা দ্বারা প্রমাণিত।

باب الصَّلاَةِ بَعْدَ الْجُمُعَةِ وَقَبْلَهَا

৫১৫ ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ وَبَعْدَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَبَعْدَ الْعِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لا يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ

৫১৫ ـ عن عبد الله بن عمر رضي الله عنهما: ان رسول الله كان يصلي قبل الظهر ركعتين وبعدها ركعتين وبعد المغرب ركعتين في بيته، وبعد العشاء ركعتين، وكان لا يصلي بعد الجمعة حتى ينصرف، فيصلي ركعتين

To offer Salat before and after the Jumu'ah prayer


Narrated `Abdullah bin `Umar:

Allah's Messenger (ﷺ) used to pray two rak`at before the Zuhr prayer and two rak`at after it. He also used to pray two rak`at after the Maghrib prayer in his house, and two rak`at after the `Isha' prayer. He never prayed after Jumua prayer till he departed (from the Mosque), and then he would pray two rak`at at home.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১১. কিতাবুল জুমআ বা জুমআ পর্ব (كتاب الجمعة) Friday Prayer