পরিচ্ছেদঃ দাঁড়িয়ে খুতবা প্রদান করা
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ৫০৬, আন্তর্জাতিক নাম্বারঃ ৯২০
৫০৬) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। অতঃপর মাঝখানে সামান্য সময় বসে পুনরায় দাঁড়াতেন যেমন তোমরা আজকাল করে থাক।
باب الْخُطْبَةِ قَائِمًا
৫০৬ـ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّه عَنْهُمَا قَالَ: كَانَ النَّبِيُّ يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَقْعُدُ، ثُمَّ يَقُومُ، كَمَا تَفْعَلُونَ الآنَ.
৫০৬ـ عن ابن عمر رضي الله عنهما قال: كان النبي يخطب قاىما، ثم يقعد، ثم يقوم، كما تفعلون الان.
To deliver the Khutba while standing
Narrated Ibn `Umar:
The Prophet (ﷺ) used to deliver the Khutba while standing and then he would sit, then stand again as you do now-a-days
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১১. কিতাবুল জুমআ বা জুমআ পর্ব (كتاب الجمعة) Friday Prayer