পরিচ্ছেদঃ প্রয়োজনে মসজিদে উট প্রবেশ করানো

২৮৮) উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আরজ করলাম যে, আমি অসুস্থতাবোধ করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ উটের উপর আরোহন করে তুমি মানুষের পেছনে থেকে তাওয়াফ কর। উম্মে সালামা বলেনঃ আমি সেভাবেই তাওয়াফ করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা’বার পার্শ্বেই নামায পড়ছিলেন। নামাযে তিনি তখন সূরা তূর পাঠ করছিলেন।

باب إِدْخَالِ الْبَعِيرِ فِي الْمَسْجِدِ لِلْعِلَّةِ

২৮৮ـ عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ أَنِّي أَشْتَكِي، قَالَ طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ يَقْرَأُ بِـ الطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ. (بخارى:৪৬৪)

২৮৮ـ عن ام سلمة رضي الله عنها قالت: شكوت الى رسول الله اني اشتكي، قال طوفي من وراء الناس وانت راكبة فطفت ورسول الله يصلي الى جنب البيت يقرا بـ الطور وكتاب مسطور. (بخارى:৪৬৪)

To take the camel inside the mosque if necessary


Narrated Um Salama:

I complained to Allah's Messenger (ﷺ) that I was sick. He told me to perform the Tawaf behind the people while riding. So I did so and Allah's Messenger (ﷺ) was praying beside the Ka`ba and reciting the Sura starting with "Wat-tur wa kitabin mastur."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু সালামাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة) Prayers (Salat)