পরিচ্ছেদঃ কবরস্থানে নামায পড়া নিষেধ
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ২৭১, আন্তর্জাতিক নাম্বারঃ ৪৩২
২৭১) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমরা নিজেদের ঘরেও কিছু নামায আদায় কর এবং উহাকে কবরস্থানে পরিণত করো না। অর্থাৎ কবরস্থানে যেমন নামায পড়া নিষেধ তেমনি ঘরকে নামাযশূন্য করে কবরস্থানের মত করো না।
টিকাঃ এখানে নফল নামায উদ্দেশ্য। কারণ নফল নামায বাড়িতে পড়া উত্তম।
باب كَرَاهِيَةِ الصَّلاَةِ فِي الْمَقَابِرِ
২৭১ـ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا، عَنِ النَّبِيِّ قَالَ اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاتِكُمْ وَلا تَتَّخِذُوهَا قُبُورًا
২৭১ـ عن ابن عمر رضي الله عنهما، عن النبي قال اجعلوا في بيوتكم من صلاتكم ولا تتخذوها قبورا
The dislikeness of offering As-Salat (the prayers) in grave-yards
Narrated Ibn `Umar:
The Prophet (ﷺ) had said, "Offer some of your prayers (Nawafil) at home, and do not take your houses as graves."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة) Prayers (Salat)