পরিচ্ছেদঃ অমুক গোত্রের মসজিদ-এ কথা বলা যাবে কি?

২৬৪) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতার ব্যবস্থা করলেন। বিশেষভাবে প্রস্ত্ততকৃত ঘোড়াগুলোর দৌড়ের জন্য দূরত্ব নির্ধারণ করলেন হাফিয়া থেকে ছানিয়াতুল ওয়াদা পর্যন্ত। আর যে ঘোড়াগুলো বিশেষভাবে প্রস্ত্তত করা হয়নি সেগুলোর প্রতিযোগিতার জন্য ছানিয়াতুল ওয়াদা থেকে যুরাইক গোত্রের মসজিদ পর্যন্ত দূরত্ব নির্ধারণ করলেন।

بَاب هَلْ يُقَالُ مَسْجِدُ بَنِي فُلَانٍ

২৬৪- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي أُضْمِرَتْ مِنْ الْحَفْيَاءِ وَأَمَدُهَا ثَنِيَّةُ الْوَدَاعِ وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضْمَرْ مِنْ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ فِيمَنْ سَابَقَ بِهَا

২৬৪- عن عبد الله بن عمر ان رسول الله صلى الله عليه وسلم سابق بين الخيل التي اضمرت من الحفياء وامدها ثنية الوداع وسابق بين الخيل التي لم تضمر من الثنية الى مسجد بني زريق وان عبد الله بن عمر كان فيمن سابق بها

It is permissible to say, "Masjid (mosque) of Bani so-and-so?


Narrated `Abdullah bin `Umar:

Allah's Messenger (ﷺ) ordered for a horse race; the trained horses were to run from a place called Al-Hafya' to Thaniyat Al-Wada` and the horses which were not trained were to run from Al-Thaniya to the Masjid (mosque of) Bani Zuraiq. The sub narrator added: Ibn `Umar was one of those who took part in the race.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة) Prayers (Salat)